সাহেদ হোসেন দিপু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল করেন হাইমচর উপজেলার শিক্ষার্থীরা। একই সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরও সড়কে অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর আলী বাজারের বিসমিল্লাহ মোডে আসলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। কিছুক্ষণ শিক্ষার্থীরাও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে শিক্ষার্থী ৬ জন ও পুলিশ ৫ জন আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে হাইমচর সরকারি মহাবিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও উপজেলা সদর আলগী বাজার আওয়ামী লীগ অফিসের সামনে সড়কে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা দেওয়া হয়। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন এবং ৫ জন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার দিকে উপজেলা সদর আলগী বাজার মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের দুটি মিছিল আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। প্রথম মিছিলটি কোন বাধার সম্মুখীন হয়নি। পরের মিছিলটি আওয়ামী লীগ অফিসের সামনে গেলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের বাড়ি ফিরিয়ে দেন। ফলে শিক্ষার্থীরা আবার বিকেল ৩টায় আলগী বাজারে উপজেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি আসলে সেখানে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেন।
এসময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ এবং সরকারের পদত্যাগসহ ইত্যাদি স্লোগানে মিছিল মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে দু’ঘণ্টা যাবৎ আলগী বাজারের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। ইট পাটকেল নিক্ষেপ করে দু’পক্ষ এতে করে পাঁচজন পুলিশ এবং ৬ জন শিক্ষার্থী আহত হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬টি টিয়ারশেল নিক্ষেপ করি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
০৫ আগস্ট, ২০২৪।