হাজীগঞ্জে করোনাভাইরাসের টিকায় মানুষের আগ্রহ বাড়ছে

ভয়ভীতিকে জয় করে এ পর্যন্ত ৬৭০ জনের ভ্যাকসিন গ্রহণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভয়কে জয় করে করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) গ্রহণে সর্বসাধারণের আগ্রহ বাড়ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬৭০ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে গত দুই দিনে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সিনিয়র সিটিজেন ও চল্লিশোর্ধ্ব বিভিন্ন শ্রেণি-পেশার ৬৩০ জন টিকা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দেখা গেছে, সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চিকিৎসক, টিকাদানকারী ও স্বেচ্ছাসেবিরা টিকা গ্রহণে আসা লোকজনদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন এবং তাদের শরীরে টিকা পুশ করছেন। এরপর টিকা গ্রহণকারীরা সেখানে ৩০টি বিশ্রাম নিচ্ছেন। আবার অনেকে ১০/২০ মিনিট বসে থেকে চলে যাচ্ছেন। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মাঝে কোন ধরনের শংকা দেখা যায়নি।
দেখা গেছে, টিকা কার্যক্রম শুরুর প্রথম দুইদিন মানুষের মাঝে ভয়-ভীতি ও সংকোচবোধ কাজ করলেও গত দুইদিনে তা কেটে গেছে। কারণ প্রথম দুইদিন (রোববার ও সোমবার) টিকা গ্রহণ করেছেন মাত্র ৪০ জন। আর গত দুইদিন (মঙ্গলবার ও বুধবার) টিকা গ্রহণ করেছেন ৬৩০জন। এখন ভয়-ভীতি-তো দূরের কথা বরং টিকা গ্রহণে আসা লোকজনদের সামাল দেয়ার জন্য আলাদা স্বেচ্ছাসেবীর প্রয়োজন হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৩২০ জন টিকা গ্রহণ করেছেন। এর আগের দিন মঙ্গলবার ৩১০ জন, সোমবার ৩০ জন ও উদ্বোধনী দিন রোববার ১০ জন টিকা গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ২টি বুথে এই টিকা প্রদান করা হয়। ২টি বুথে তিনটি টিম কাজ করছেন। প্রতি টিমে ২ জন প্রশিক্ষিত টিকাদান কর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক রয়েছে।
এছাড়া ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে দুইজন কর্মী নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই টিকা প্রদান করা হয়। এই টিকাদান কার্যক্রম তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভির হাসানসহ অন্যান্য চিকিৎসকরা।
এদিকে টিকা গ্রহণে উৎসাহ দিচ্ছেন সব-শ্রেণি পেশার মানুষ। তারা নিজেরা বা তাদের পরিবারের লোকজন টিকা গ্রহণ করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন এবং অন্যকে টিকা গ্রহণে আহবান জানাচ্ছেন। টিকা গ্রহণকারী এরকম কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, যারা এখনো করোনাভাইরাসের টিকা গ্রহণ করেননি। তারা নিবন্ধণ কার্যক্রম সম্পন্ন করে নির্ভয়ে টিকা গ্রহণ করুন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী বলেন, নিবন্ধন কপি নিয়ে আসলে আমরা টিকা দিয়ে দিচ্ছি। আর কেউ যদি নিবন্ধন না করে থাকেন তাহলে আমরা স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি। আগ্রহীরা শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে আসলেই চলবে। টিকা গ্রহণের পর আমরা ৩০ মিনিট পর্যবেক্ষণ রাখা হয় বলে তিনি জানান।
১১ ফেব্রুয়ারি, ২০২১।