মোহাম্মদ হাবীব উল্যাহ্
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাজীগঞ্জে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার (২ অক্টোবর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে সৌহাদ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। আমরাও ছোট থেকেই দেখে আসছি, সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলো আনন্দ সহকারে উদযাপন করে থাকে।
তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। যা আমাদের শত বছরের ঐতিহ্য। যে ঐহিত্যের সাথে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সম্পৃক্ত। আগামীদিনেও আমাদের এই ঐতিহ্যের বন্ধন অটুট থাকবে এবং সব ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।
হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে সহস্রাধিক পরিবারের (হিন্দু ও মুসলমান) মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সাংগঠনিক সম্পাদক অজয় সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে সহ-সভাপতি প্রণব কুমার সাহা, প্রদীপ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দাস, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রনব সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
০৩ অক্টোবর, ২০২২।