৯ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে গত রোববার থেকে নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান প্রতিনিয়ত বাজার মনিটরিং করে যাচ্ছেন।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মনিটরিংকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বুধবার (১৬ অক্টোবর) পর্যন্ত ৯ জন ব্যবসায়ীকে পৃথক-পৃথক হারে মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে বুধবার ৩ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এসময় তিনি চাল, গম, আটাসহ সরকার কর্তৃক নির্ধারিত ১৯ পণ্যে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার করতে এবং অতিরক্তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) হাজীগঞ্জ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
গত সোমবার (১৪ অক্টোবর) তরকারি পট্টির কাঁচামাল ও ট্রাকরোডে ডিমের আড়তদার এবং খুচরা বিক্রেতাদেরকে ন্যায্যমূল্যে সবজি ও ডিম বিক্রয়ের নির্দেশনা দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় ক্রয় রসিদ দেখাতে না পারায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।
গত রোববার (১৩ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান হাজীগঞ্জ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বিভিন্ন মুদি দোকান এবং আড়ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সংবাদকর্মী ও ছাত্র প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালীন সময়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তৈল, ডিমসহ অন্যান্য সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুদ বন্ধ এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার ব্যাপারে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে একজন মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা এবং তিনিসহ অন্যান্য ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেন।
একই দিন রাতে অভিযানে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ এলাকায় মাছ বাজারে অবৈধভাবে বিক্রির সময় প্রায় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুদ ও বিক্রয় করায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এসময় ৩ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীরা মুনাফা করবে এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু মুনাফার নামে অসাধু উপায় অবলম্বন এবং মানুষের ক্ষতি করা ব্যবসা করা কোনোভাবেই কাম্য নয়। তাই, বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান তিনি। একই সময়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
১৭ অক্টোবর, ২০২৪।