মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের উদ্যোগে ৪০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনাতয়নে টেলিকনফারেন্সে এই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বৈশি^ক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় করোনা রোগীদের ভয় না করে তাদের সেবাই সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এ মহামারী মোকাবেলা সম্ভব নয়।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশ পর্যুদস্ত। দেশের এ দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিরলসভাবে পরিশ্রম করছেন। আমরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের এ মহামারি থেকে অচিরেই পরিত্রাণ দেবেন। আবারো বিশ^ স্বাভাবিক হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, জেলা পরিষদের সদস্য হাজি জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমদ খসরু, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মো. মানিক হোসেন প্রধানিয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, জলিলুর রহমান মির্জা দুলাল, মো. রফিকুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন বাচ্চু, আলহাজ জাকির হোসেন লিটু।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী তপদার সুমন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন দুলাল, ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাসেম, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস এম মানিক।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলী আহমাদ ভূইয়া, আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ ইউসুফ প্রধানীয়া সুমন, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।
১০ আগস্ট, ২০২১।