মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউনের বিধি-নিষেধ না মানায় প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এসময় মাস্ক পরিধান না করায় এক পথচারীকে ১শ’ টাকা জরিমানা করেন তিনি। সোমবার (৫ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের বিধি অনুযায়ী খাবারের দোকান ও হোটেল রেস্তোরায় কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ করা যাবে। সেখানে বসে খাওয়া যাবে না। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বসে বেশ কয়েকজন লোক খাওয়া-দাওয়া করতে দেখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার হোটেল কর্তৃপক্ষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার হাজীগঞ্জ বাজার পরিদর্শন করেন। এ সময় মাস্ক পরিধান না করায় একজন পথচারীকে নগদ ১শ’ টাকা জরিমানা করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৬ এপ্রিল, ২০২১।