এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৯ ভূমি ও গৃহহীন পরিবার
মোহাম্মদ হাবীব উল্যাহ্
মুজিব শতবর্ষ উপলক্ষে হাজীগঞ্জে সরকারি ক্রয়কৃত জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন আরো ১৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। গত বৃহস্পতিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামে সরকারের কেনা জমিতে ১৪টি পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়।
এ নিয়ে উপজেলার ৪৯টি পরিবারকে ভূমিসহ আধাপাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে সরকারি খাস জমি এবং ১৪ জনকে সরকারের ক্রয়কৃত সম্পত্তিতে জমিসহ আধাপাকা ঘর করে দেওয়া হয়। এছাড়া ‘ক’ শ্রেণিভূক্ত আরো ৫৬ জনকে জমিসহ ঘর করে দেওয়া হবে। এজন্য সরকারিভাবে জমি ক্রয় প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার উন্নয়নের পাশাপাশি ব্যাপকহারে কল্যাণমূলক কাজ করেছেন। এর মধ্যে অন্যতম গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান।
তিনি বলেন, শুধুমাত্র ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ সেমিপাকা বসতঘর নির্মাণ করে দেয়া হয়েছে, তা নয়। এর সাথে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারি কোন অনুদান বা সহযোগিতা আসলে, এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সংবাদকর্মী মহিউদ্দিন আল আজাদ, কবির আহমেদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাহাদুর শাহ্, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস.এম মানিক, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক শ্যামল চন্দ্র শীল প্রমুখ।
বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. মো. শহীদুল ইসলাম। এরপর সাংসদের পক্ষে ১৪টি পরিবারের হাতে ঘরের প্রতিকী চাবি, ফুল ও মিষ্টি এবং শিশুদের হাতে শিশু খাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। একই সময়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পক্ষে ১৪টি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
১৫ জানুয়ারি, ২০২৩।