হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তরুণী মাদক কারবারি আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক তরুণী মাদক কারবারি শিউলী খাতুনকে (১৯) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে মাদক কারবারি শিউলী খাতুনকে সোমবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করে হাজীগঞ্জ থানার এএসআই মো. রেজাউল করিম মামুন।
শিউলী খাতুন বাগেরহাট জেলার মংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের শেখ বাড়ির আসাদুল শেখের মেয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বলাখাল বাজার সংলগ্ন টিএন্ডটি অফিস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এএসআই রেজাউল করিম মামুন। এসময় শিউলী খাতুনের কাছ থেকে একটি ট্রলি ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটক মাদক কারবারি শিউলী খাতুনকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি জানান, মাদক বিরোধী পুলিশের অভিযান অব্যাহৃত আছে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

১১ আগস্ট, ২০২২।