মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘জলাতঙ্কঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ এ প্রতিপাদ্যে হাজীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলার নেতৃত্বে এদিন সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা। বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, কনসালটেন্ট (শিশু) ডা. এস.এম নাজমুল করিম, মেডিকেল অফিসার (সার্জন) ডা. মো. ওমর ফারুক।
মেডিকেল অফিসার আবু ইউছুফ মো. জোবায়েরের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার এসআই শেখ মো. আব্দুল আজিজ, আজকের দেশকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার পুতুল মজুমদার প্রমুখ।
বিশ্ব জলাতঙ্ক দিবসের র্যালিতে সচেতনমূলক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০২২।