হাজীগঞ্জ গোল্ডেন হাসপাতাল এন্ড সিটিস্ক্যান সেন্টার থেকে কথিত চিকিৎসক আটক

হাজীগঞ্জ ব্যুরো
হাসপাতালের মার্কেটিং অফিসার চিকিৎসক হয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার অভিযোগে হাজীগঞ্জে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। প্রতারণার অভিযোগ এনে মো. ফরহাদ হোসেন নামক কথিত চিকিৎসকের বিরুদ্ধে গতকাল বুধবার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং একইদিনে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে কথিত ওই চিকিৎককে বাজারস্থ গোল্ডেন হসপিটাল এন্ড সিটিস্ক্যান সেন্টার থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন ওই কথিত চিকিৎসককে হাতে-নাতে আটক করেন।
মো. ফরহাদ হোসেন গোল্ডেন হাসপাতাল এন্ড সিটিস্ক্যান সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ। অথচ সে রেজিস্টার্ড চিকিৎসকের কক্ষে বসে নিয়মিত চিকিৎসক হিসেবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, মো. ফরহাদ হোসেন হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হসপিটাল এন্ড সিটিস্ক্যান হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। কিন্তু সে হাসপাতালের একজন রেজিস্টার্ড চিকিৎসকের কক্ষে বসে নিয়মিত রোগী দেখেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই হাসপাতালে অভিযান পরিচালনা করে, তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটক কথিত চিকিৎসক রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার সেবার নামে প্রতারণা করে আসছেন। সে চিকিৎসক হিসেবে রোগীদের কাছ থেকে ভিজিট (ফি) নিতেন এবং পরীক্ষা-নিরীক্ষার কমিশন পেতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, আটক কথিত চিকিৎসক ফরহাদ হোসেনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আনোয়ারুল আজিম জানান, ওই হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, পুলিশের হাতে আটক মো. ফরহাদ হোসেন মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে মেডিকেল এসিসটেন্ট বিষয়ে কোর্সধারী। তবে আমি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করায় তার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখা সম্ভব হয়নি।