মোহাম্মদ হাবীব উল্যাহ্
আজ বৃহস্পতিবার (পহেলা অক্টোবর) থেকে বদলে যাচ্ছে হাজীগঞ্জ সার্কেলসহ থানা পুলিশের সরকারি মোবাইল নম্বর। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), থানা অফিসার ইনচার্জ (ওসি), থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও থানার ডিউটি অফিসারের বর্তমান মোবাইল নম্বরের পরিবর্তে নতুন মোবাইল ফোন নম্বর কার্যকর হবে।
নতুন মোবাইল ফোন নম্বরগুলো হলো- অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) ০১৩২০-১১৫৯৫১, অফিসার ইনচার্জ (ওসি) হাজীগনঞ্জ থানা ০১৩২০-১১৫৯৯৭, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ০১৩২০-১১৫৯৯৮ ও থানার ডিউটি অফিসার ০১৩২০-১১৬০০২। বর্তমান মোবাইল নম্বরের পরিবর্তে নতুন মোবাইল নম্বর কার্যক্ররের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি।
থানা সূত্রে জানা যায়, সরকারিভাবে পুলিশের জন্য বর্তমানে ব্যবহৃত মোবাইল নম্বরসমূহ বদলে যাচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় নতুন নাম্বার সমূহের সিমকার্ড চলে এসেছে। তবে এই নতুন নম্বরগুলো কার্যকর হবে ৩০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২ টার ১ মিনিট অর্থাৎ ১ অক্টোরব থেকে।
একই সাথে পুলিশের বর্তমানে ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার সমূহ স্বংয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই আজ ১ অক্টোবর থেকে বর্তমানে ব্যবহৃত ফোন নম্বরে পুলিশকে পাওয়া যাবে না। পুলিশকে পেতে হলে নতুন নাম্বারে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, আজ থেকে সারাদেশে একসাথে পুলিশ কর্মকর্তাদের বর্তমানে ব্যবহৃত সব সরকারি নম্বরের পরিবর্তে নতুন নম্বরগুলো ব্যবহৃত হবে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, বর্তমানে ব্যবহারকৃত মোবাইল নম্বরের পরিবর্তে আজ (বৃহস্পতিবার) থেকে সরকারিভাবে প্রদানকৃত নতুন নম্বরগুলো ব্যবহৃত হবে। তাই সেবা গ্রহিতাসহ মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে তথ্যদাতাদের নতুন মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এ ক্ষেত্রে আগের মতো তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলে নিশ্চিত করেন ওসি আলমগীর হোসেন রনি।
১ অক্টোবর, ২০২০।