হাজীগঞ্জ পৌরসভায় প্রশাসকের মতবিনিময়

মোহাম্মদ হাবীব উল্যাহ্
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক হাজীগঞ্জ পৌরসভার মেয়র অপসারিত হওয়ায় সরকারি আদেশের পর পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। গত রোববার (২৫ আগস্ট) পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং উপস্থিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল উপস্থিত ছিলেন। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নব-নিযুক্ত প্রশাসক বশির আহমেদের কাছে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ পৌরসভার ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বিভিন্ন তথ্য ও পৌরসভার দাপ্তরিক বিভিন্ন কার্যক্রমসহ নাগরিক সেবা প্রদানে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় সবার সহযোগিতা নিয়ে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানান প্রশাসক।
মতবিনিময় সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপরী, কাউন্সিলর হাজি কবির হোসেন কাজী, মুহাসীন ফারুক বাদল, সুমন তপাদার, বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার, নাজমুর নাহার ঝুমুসহ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়নিষ্কাশন) মো. মাহবুবর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট চাঁদপুরের ৭ জন মেয়রসহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে স্ব-স্ব পদ থেকে অপসারণ করে সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩টি পৌরসভার মেয়রদের স্ব-স্ব পদ হতে অপসারণ এবং অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়রের স্থলে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

২৮ আগস্ট, ২০২৪।