মোহাম্মদ হাবীব উল্যাহ্
প্রতি বছরের মতো এবারো হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার ২৮৬ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) পৌর বিনোদন অঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. বাবর গাজী।
শিক্ষক জাহিদ হাসানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্য ডা. পেয়ারা বিল্লাল প্রমুখ।
এসময় কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিসবাহুল মোকাররিম ও জারিন রহমান। বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাও. ফয়সাল আহমেদ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল ইসলাম আযহার আলম বেপারী, আজাদ হোসেন মজুমদার, রোকেয়া বেগম, সংরক্ষিতি নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, নাজমুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম উপস্থিত ছিলেন।
এছাড়া সংবর্ধনাপ্রাপ্ত পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আগত অতিথিবৃন্দ, সাংবাদিক, কৃতী শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
২৪ জানুয়ারি, ২০২৩।