মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’- এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।
গত শনিবার পৌর ৬নং ওয়ার্ডে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আজ সারা বাংলাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। হাজীগঞ্জ পৌরসভায়ও ১২টি ওয়ার্ডে ৩৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ৮৪০ ও ১২-৫৯ মাস বয়সি ৭,২৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নিজ সন্তানকে ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে এবং পাড়া-প্রতিবেশী সবাইকে বিষয়টি জানাতে হবে। যাতে কোন শিশু ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। এ ছাড়া জন্মের পর নবজাতক শিশুকে শালদুধসহ মায়ের দুধ খাওয়াতে হবে। কোন অবস্থাতেই নবজাতক শিশুকে পানি, মধু, চিনি ও মিসরির পানি খাওয়ানো যাবে না। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়া দিতে হবে এবং নিয়মিত ভিটামিন ‘এ’ খাওয়ানোসহ টিকাগুলো দিতে হবে।
বক্তব্য শেষে মেয়র আসম মাহবুব উল আলম লিপন শিশুদের কোলে তুলে নিয়ে নিজ হাতে ভিটামিন ‘এ’ খাওয়ান এবং শিশুদের চকলেট বিতরণ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, সূর্যের হাসি ক্লিনিকের উপজেলা ম্যানেজার আবু ছাইদ, পৌর টিকাদান সুপারভাইজার আব্দুল মালেক (ভারপ্রাপ্ত), টিকাদান সুপারভাইজার ফেরদৌসি আক্তার। উপস্থিত ছিলেন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, পৌর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ পৌর কর্মকর্তা-কর্মচারী।