মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি সমাজ থেকে আবর্জনা দূর করতে চাই। আমি নির্ভয়ে কথা বলি। কারণ, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমি সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে আজ জীবনেই এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর এই জীবনে আমার সবচেয়ে বড় অর্জন, আমি যে মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি, সেই মাতৃভূমিকে উদ্ধার করার জন্য যুুদ্ধে অংশগ্রহণ করেছি। আর এই অর্জনের মাধ্যমে আমি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের এই সময়টা ফাঁকি দিবে না। ভালো করে লেখাপড়া করবে। শিক্ষকদের কাছ থেকে যত পারো আদায় করে নিবে। কারণ, তোমাকে তোমার বাবা-মায়ের দিকে তাকাতে হবে। তারা তোমাদের জন্য অনেক কষ্ট করে। তারা উপার্জন করে, অথচ নিজে না খেয়ে তোমাদের খাওয়াচ্ছে, পড়ালেখা করাচ্ছে। তোমরা প্রতিষ্ঠিত হলে, তোমাদের বাবা-মায়ের পরিশ্রম সার্থক ও সফল হবে।
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, শুধু নিজেকে নিয়ে নয়, যদি বিশ^কে নিয়ে তুমি চিন্তা কর, তাহলে তুমি সবার উর্ধ্বে ওঠে পরিবার, সমাজ তথা দেশ ও জাতির জন্য বৃহৎ পরিসরে অবদান রাখতে পারবে। সে লক্ষ্যে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা যদি সেটা করতে চাও, তাহলে তোমাদের লেখাপড়া করতে হবে। শিক্ষকদের কাছ থেকে শতভাগ আদায় করে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে। অধ্যক্ষ মো. আবু ছাইদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও আবৃত্তি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, পৌর কাউন্সিলর কাজী মনির ও হাজী কবির হোসেন কাজী, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন ও মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ও সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসাবে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুল ইসলাম, পৌর আহ্বায়ক রাজন সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৪।