হাফেজ বেপারীর জানাজায় হাজারো মুসল্লির ঢল

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ মো. হাফেজ বেপারীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাদ যোহর বহরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুতামিম খাজা আহমদ উল্যাহ।
মরহুম হাফেজ বেপারী জানাজার আগে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলমগীর বেপারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহিদ বেপারী, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সুধীজন, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হাফেজ বেপারী গত মঙ্গলবার রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও বহু গুণগ্রাহী রেখে যান।

২৯ ফেব্রুয়ারি, ২০২৪।