১৮ বছরের নিচে কেউ অটোরিক্সা চালাতে পারবে না
………পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ব্যাটারীচালিত অটোবাইক মালিক/শ্রমিক ঐক্য ইউনিয়নের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার মেয়রের আদেশক্রমে দুর্ঘটনা ও যানযট নিরসনে গাড়ির ডানপাশ বন্ধ করে দেয়া উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) বিকেলে চাঁদপুর পৌর বাস টার্মিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, যাত্রীদের জন্য সড়কের যোগাযোগ যেমন ব্যবস্থা ভালো থাকতে হয়। সড়কে যানবাহন যেমন প্রয়োজন রয়েছে তেমনি সেটি যদি বেশি থাকে তাহলে দুর্ভোগও পোহাতে হয়। চাঁদপুর পৌর এলাকায় ২৮শ’ অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। এর বাইরে আর লাইসেন্স দেয়া হবে না। লাইসেন্স দিলাম, কিন্তু আপনাদের লাভ হলো না- তাহলে কি হবে। আপনাদের লাইসেন্স দিয়েছি, কিন্তু স্ট্যান্ড দিতে পারিনি। আমাদের চেষ্টা আছে স্ট্যাড করে দেয়ার। আমরা সেজন্য জায়গা খুঁজছি। আপনাদের কাজ হচ্ছে শৃঙ্খলা ঠিক রাখা। আমি ২৮শ’ অটোরিক্সার বাইরে একটি অটোরিক্সাও শহরে চলতে দিবো না। যারা লাইসেন্স ছাড়া অটোরিক্সা বিক্রি করেন তাদের বিরুদ্ধেও অভিযান চলবে।
মেয়র বলেন, আগামিতে লাইসেন্সের সাথে চালকের ছবি থাকবে। ১৮ বছরের নিচে কেউ অটোরিক্সা চালাতে পারবে না। কেউ যদি বাচ্চাদের দিয়ে গাড়ি চালায় ওই মালিকের লাইসেন্স বাতিল করে দিবো। আমরা আপনাদের সবাইকে নিয়ে এই শহরটাকে সুন্দর রাখতে চাই। আমি পৌর বাস টার্মিনালটি নতুন করে সাজানোর চেষ্টা করবো। প্রতিযোগিতা থাকলে যাত্রী সেবা বাড়ে। ভালো সার্ভিস নিয়ে আসলে আমাদের আপত্তি নেই, কিন্তু নিয়ম-কানুন মেনে চলতে হবে। আপনারা মিলে-মিশে থাকবেন। আশা করি আপনাদের নিয়ে ভালো কিছু করা যাবে। আমি আপনাদের পাশেই থাকবো।
আন্তঃজেলা বাস টার্মিনাল দোকানদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ট্রাফিক বিভাগের টিআই মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিল চাঁন মিয়া মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিপন পাটওয়ারী, জেলা অটোবাইক মালিক/ শ্রমিক ঐক্য ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ গাজী, মোটরচালক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন গাজী প্রমুখ।
১৫ মার্চ, ২০২১।