অধ্যক্ষ না থাকায়, ফরক্কাবাদ কলেজের একাদশ শ্রেণির নবীনদের বরণ করা হলো না

স্টাফ রিপোর্টার
গত সোমবার নবীনদের পদচারণায় মুখর ছিল কলেজগুলো। চোখে নতুন স্বপ্ন নিয়ে নতুন উদ্যোমে কলেজের আঙিনায় প্রথম পা রাখে সদ্য এসএসসি উত্তীর্ণরা। নবীনদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি ছিলো কলেজগুলো। সরকারি-বেসরকারিসহ চাঁদপুর জেলার অধিকাংশ কলেজেই সোমবার আয়োজন ছিলো নবীনবরণ অনুষ্ঠান।
কিন্তু ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবীনদের নতুন স্বপ্নের শুরুতেই বাঁধা পড়ে। যেখানে সারাদেশের মতো চাঁদপুর জেলায় পয়লা জুলাই (সোমবার) কলেজগুলোতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও তাদের সাথে শিক্ষকরা বন্ধুসুলভ গল্প করে বরণ করে নেয়া হয়। সে স্থানে অধ্যক্ষ ড. মো. হাসান খান না থাকায় নবীনবরণ অনুষ্ঠান করা হয়নি। তবে অন্যান্য কলেজের মতো যথারীতি একাদশ শ্রেণির ক্লাশ শুরু করা হয়েছে বলে জানা যায়। তবে গতকাল বুধবার যথারীতি কলেজে গিয়ে অধ্যক্ষ ড. মো. হাসান খানকে পাওয়া যায়নি। কারণ, তিনি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজে থাকেন না, ঢাকায় অপর একটি চাকরি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাদশ শ্রেণির বেশ কয়েজন শিক্ষার্থী দৈনিক ইল্শেপাড়কে জানান, আমাদের সাথের বন্ধুরা বিভিন্ন কলেজের ভর্তি হয়েছে। তাদের কলেজে জাকজমকভাবে নবীববরণ অনুষ্ঠান করে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। অথচ আমাদের ফরক্কাবাদ কলেজে নবীনবরণ অনুষ্ঠান তো দূরের কথা একটু আলোচনাও হয়নি। আমাদের বন্ধুদের সাথে কলেজের বিষয়ে আলাপ হলে নবীনবরণ অনুষ্ঠানের কথা বলতে পারিনি।
গতকাল বুধবার ফরক্কাবাদ ডিগ্রি কলেজে গিয়ে অধ্যক্ষ ড. মো. হাসান খানকে পাওয়া না যাওয়ায় অফিস প্রধান নন্দন চন্দ্র দে’র সাথে কথা হলে তিনি বলেন, ২০১৯ সালে একাদশ শ্রেণিতে ৫শ’ ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়। নিয়মনুযায়ী পয়লা জুলাই থেকে ক্লাশ শুরু হয়েছে।
নবীনবরণ হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সময় দিতে না পারায় প্রথম দিন হয়নি। তিনি জানান, আগামি সপ্তাহে মনে হয় নবীরবরণ হবে।
কলেজে উপাধ্যক্ষ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ফরক্কাবাদ ডিগ্রি কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় উপাধ্যক্ষ নিয়োগ দেয়া যাচ্ছে না। অধ্যক্ষ’ই সব দেখা-শোনা করেন।
কলেজ অধ্যক্ষ ড. মো. হাসান খান অনুপস্থিত থাকার বিষয়ে বিজ্ঞাসা করলে তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি কোটা পূরণ হয়ে গেছে। কোটা বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন।

৪ জুলাই, ২০১৯।