অরবিসের মিটিংয়ে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল নেতৃবৃন্দের অংশগ্রহণ

বগুড়ায় বাংলাদেশে চক্ষু চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের তিন দিনব্যাপী বার্ষিক পার্টনারস রিভিউ এন্ড রিফ্লেকশন মিটিং শেষে কর্মকর্তাবৃন্দ। -ইল্শেপাড়
প্রেস বিজ্ঞপ্তি :
বগুড়ায় বাংলাদেশে চক্ষু চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের তিন দিনব্যাপী বার্ষিক পার্টনারস রিভিউ এন্ড রিফ্লেকশন মিটিং অনুষ্ঠিত হয়। গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় বাংলাদেশে বিশেষায়িত শিশু চক্ষু চিকিৎসা সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি ১৪টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া, চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ এবং ম্যানেজার-এডমিন (চলতি দায়িত্ব) শামীম খান যোগদান করেন।
সভায় ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রকল্পের (এনসিবিপি) এপ্রিল-নভেম্বর ২০১৭ বর্ষের কার্যক্রম প্রতিবেদনের উপর ডিজিটাল পোস্টার উপস্থাপনসহ ভিশন সেন্টার এর মডেল হিসেবে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, লক্ষ্মীপুরের উপর স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় শিশু অন্ধত্ব নিবারণকল্পে এনসিবিপি প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত হওয়ার জন্য অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।