অ্যাড. মজিব ভূঁইয়ার দুর্গা পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। সারা দেশের মতো চাঁদপুরে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র পদে প্রার্থী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়া দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করে।
তিনি শহরের পালপাড়া শীতলা মায়ের মন্দিরের শারদীয় দুর্গা পুজা মন্ডপসহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাকে স্ব-স্ব পূজামন্ডপ নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কুশল বিনিময় করেন।

০৬ অক্টোবর, ২০১৯।