আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে মিড ডে মিল কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরের বিভিন্ন স্কুলগুলোতে মিড ডে মিলের কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে মিড ডে মিলের অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
এ সময় ৩শ’ ৭০ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার বিতরণ করেন অতিথিরা।
পরে চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চট্টগ্রামের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

০৬ অক্টোবর, ২০১৯।