আজ আ.লীগ-বিএনপি প্রার্থীর ভাগ্য নির্ধারণ

শাহরাস্তি পৌরসভা নির্বাচন-২০২১

আবু মুছা আল শিহাব
শাহরাস্তি পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর হতেই জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে আজ। নৌকা ও ধানের শীষ প্রার্থীর কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। আওয়ামী লীগের ৪ জন প্রার্থী ও বিএনপির ২ জন প্রার্থী দলীয় মনোনয়নের আশায় কেন্দ্রের সাথে জোর গ্রুপিং-লবিং চালিয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে শাহরাস্তি পৌরসভাসহ পুরো উপজেলায় দলীয় মনোনয়ন বিষয়ে আলোচনার সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কে পাচ্ছেন নৌকা প্রতিক, কে পাচ্ছেন ধানের শীষ প্রতিক এ নিয়ে জনগনের মাঝে কৌতুহলের শেষ নেই।
উপজেলার হাট-বাজার, অফিস পাড়া, রাস্তাঘাট, অলিগলি ও চায়ের দোকানে আলোচনা-সমালোচনার অন্ত নেই। আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে নিশ্চিত করেছেন, আজ শনিবার দলীয় মনোনয়ন বোর্ডের সভায় দু’দলের প্রার্থী নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, সাবেক পৌর আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুল আলম চৌধুরী (তাঁরা) এবং বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল লতিফ।
এছাড়া বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা কামাল ও সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী।
উল্লেখ্য, আগামি ২ ফ্রেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ও ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩০ জানুয়ারি, ২০২১।