আজ উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন কাজী মাহাবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানছুর আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, প্রিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ কাজী রতন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুব আলম মুন্না ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।