চাঁদপুরের ৫২ কেন্দ্রে ২২ হাজার পরীক্ষার্থী
এস এম সোহেল
করোনা মহামারির কারণে আজ থেকে এইচএসসি ও সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাঁদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
চাঁদপুর জেলায় এইচএসসি, আলিম, বিএম ও ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ৯শ’ ৮জন। মোট কেন্দ্র ৫২টি। চাঁদপুর জেলায় ৩৪টি কেন্দ্রে এইচএসসি ১৭ হাজার ৬শ’ ৫২ জন, আলিম ১১টি কেন্দ্রে ২ হাজার ৯শ’ ৪ জন, এইচএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৬১ জন, এইচএসসি বিএম ৬টি কেন্দ্রে ১ হাজার ২শ’ ৯১ জন পরীক্ষার্থী অংশ নিবে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ’ ৪৭ জন, ২টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৫শ’ ৬ জন, ১টি কেন্দ্রে এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ৯৩ জন।
ফরিদগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২ শ’ ৬৫ জন, ৩টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ১০ জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৫০ জন।
হাজীগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১শ’ ৭৪ জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’ ৪৩ জন।
শাহরাস্তি উপজেলার ৪টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৪ জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২শ’ ৭৮ জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ২৪ জন।
কচুয়া উপজেলার ৬টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫ শ’ ৬৩ জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ ৭৪ জন।
মতলব দক্ষিণ উপজেলার ৩টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯শ’ ৪৩জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২শ’ ৮৫জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ৮০ জন।
মতলব উত্তর উপজেলার ৪টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩শ’ ৬জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৯১ জন।
হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫শ’ ৫০ জন, ১টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৬০ জন এবং ১টি কেন্দ্রে এইচএসসি বিএম পরীক্ষার্থীর সংখ্যা ৯২ জন।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষার্থীদের তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এমসিকিউ ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে, সময় ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে, এজন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। তত্ত্বীয় ১১টির মধ্যে তিনটির উত্তর দিতে হবে। এরমধ্যে দুটি বড় প্রশ্ন। আগে লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এ সময়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
০২ ডিসেম্বর, ২০২১।