আজ কচুয়ার সাচার ও গোহট ইউপির উপ-নির্বাচনে লড়াইয়ে ৮ প্রার্থী

কচুয়া ব্যুরো
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) কচুয়া উপজেলার ১নং সাচার ও ১০নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ। সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত ওই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণের নির্দেশ রয়েছে। মাত্র ৫ মাস মেয়াদের এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।
নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল সোমবার দুপুর থেকে প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ১৮ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ১১৮ জন, পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে ৩৩৬ জন। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান।
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে মোট ভোটার ১৯৮১৯ জন। তার মধ্যে পুরুষ ১০২৯০ জন, নারী ৯৫২৯ জন। আর ১০নং গোহট উত্তর ইউনিয়নে মোট ভোটার ২০৬১৯ জন। তার মধ্যে পুরুষ ১০২০৮ জন ও নারী ১০৪১১জন।
ইউনিয়নগুলোর ৩৯৮৩৮ জন ভোটার ভোটাধিকার ভোট প্রয়োগ করে তাদের প্রিয় চেয়ারম্যান নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা করছেন ইউনিয়নগুলোর সাধারণ ভোটাররা। চলতি বছর ৪ এপ্রিল সাচার ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ওসমান গণি মোল্লা মারা যাওয়ায় ও ১০নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজি আ. হাই মুন্সী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। আর অল্প মেয়াদী ওই নির্বাচনকে ঘিরেই প্রার্থীদের ব্যাপক প্রস্তুতি। বড় রাজনৈতিক দলসমূহের সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণের ফলে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আশা করছেন স্থানীয় লোকজন।
অল্প মেয়াদী ওই উপ-নির্বাচনে ক্ষমতাশীন দল, বিএনপি মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দিতা করায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সাচার ও গোহট ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের ৩৯৮৩৮ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করবেন এমনটাই প্রত্যাশা করছেন দুই ইউনিয়নের জনগণ।
সাচার ও গোহট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে দেখা যায়, উপ-নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অবাধ ও সুষ্ঠু একটি পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন তারা।
সাচার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চার চেয়ারম্যান প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মনির হোসেন (নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী আশকর আলী (ধানের শীষ), সতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ভূইয়া (আনারস) ও এসএম সেলিম আহাম্মেদ শুভ (চশমা)।
অপরদিকে গোহট ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কবির হোসেন (নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তফা কামাল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদ মোরশেদ (স্বপন পলাশ) (আনারস) ও শরীফুল হক শাহাজী (মোটর সাইকেল)।
কচুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মো. আবু বকর সিদ্দিক জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সব প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারসহ সব সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
২০ অক্টোবর, ২০২০।