আহসান হাবীব সুমন
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার সময় উপজেলার সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ভূক্তভোগী পরিবারগুলো।
ভূক্তভোগী ও এলাকা সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষনে সব পুড়ে যায়।
ভূক্তভোগী সালমা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার বিষ্ফোরণ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনায় আমার নতুন ২টি বসতঘর পুড়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল, ফ্রিজ ও আসবাবপত্র ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় অধিবাসী শহীদ উল্যাহ, ওয়াজী উল্যাহ ও ইউনুছ মিয়াজী জানান, ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্যাহ মিয়াজীর ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিষ্ফোরন হয়ে আগুনের সূত্রপাট ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে সালমা বেগমের ২টি বসতঘর ও পার্শ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।
১২ ডিসেম্বর, ২০২৪।