আজ চট্টগ্রামে রোটারীর পোলিও দিবসের প্রেস কনফারেন্স

স্টাফ রিপোর্টার
‘ওয়ার্ল্ড পোলিও ডে’ উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ রোববার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে রোটারী গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহানসহ সিনিয়র রোটারিয়ানরা উপস্থিত থাকবেন।
এছাড়া আগামিকাল সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ‘ওয়ার্ল্ড পোলিও ডে’ উপলক্ষে চট্টগ্রামস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিতে বিভিন্ন ক্লাবের সহস্রাধিক রোটারিয়ান অংশ করবেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রোটারী ক্লাবগুলোও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ শাহজাহান জানান, রোটারী বিশ্বব্যাপী সেবা ও মানবকল্যাণের পাশাপাশি পোলিও নির্মূলে কাজ করছে। বিশ্বের ১২২টি দেশের প্রায় ৩ বিলিয়ন শিশুকে এই পক্ষাঘাতজনিত রোগ থেকে রক্ষা করতে রোটারী ইতোমধ্যে ২.২ বিলিয়ন ডলারের বেশি এবং অগণিত রোটারিয়ান স্বেচ্ছাসেবকের ভূমিকা রেখেছে। ‘ওয়ার্ল্ড পোলিও ডে-২০২২’ উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ আয়োজিত অনুষ্ঠানসমূহের সমুদয় অর্থ পোলিও ফান্ডে জমা দেয়া হবে। যাতে দ্রুত পোলিও রোগ নির্মূল করা যায়।

২৩ অক্টোবর, ২০২২।