প্রেস বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ আয়োজিত লেখক-পাঠক মৈত্রীপ্রহর অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে আসছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের অধ্যাপক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক ড. মাসুদুজ্জামান।
সাহিত্য মঞ্চ আয়োজিত লেখক-পাঠক মৈত্রীপ্রহর অনুষ্ঠানটি আজ বিকেল ৪টায় রোটারী ক্লাব মিলনাতয়নে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অনুষ্ঠানটি সব শ্রেণি ও পেশার পাঠকের জন্যে উন্মুক্ত থাকবে। এই দুই বরেণ্য সাহিত্যিক পাঠকের মুখোমুখি হবেন এবং তাদের সমকালীন সাহিত্য ভাবনা, কৌতূহল ও প্রশ্নের উত্তর দেবেন।
সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের পরিচালনায় এই আয়োজনে সকল সাহিত্যপ্রেমীকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক কবি আসাদুল্লা কাহাফ ও সদস্য সচিব নুসরাত জেরিন।
উল্লেখ্য, সেলিনা হোসেন ষাটের দশকের অন্যতম কথাসাহিত্যিক সেলিনা হোসেন এ পর্যন্ত প্রায় চল্লিশটি উপন্যাস, সাতটি গল্পগ্রন্থ, অসংখ্য প্রবন্ধ, শিশুসাহিত্য রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থ এপর্যন্ত প্রায় কুড়িটি ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠ্যসূচির অর্ন্তভূক্ত রয়েছে। তিনি কর্মজীবনে বাংলা একাডেমির পরিচালক ছিলেন এবং ২০০৪ সালে চাকুরি থেকে অবসর গ্রহণের পর ২০১৪ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ড. মাসুদুজ্জামান একাধারে একজন কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও শিক্ষাবিদ। তিনি এ পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ, প্রায় বিশটির মতো প্রবন্ধগ্রন্থ লিখেছেন এবং অসংখ্য গ্রন্থ অনুবাদ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং সম্পাদনা করছেন ওয়েবম্যাগ তীরন্দাজ।
১০ সেপ্টেম্বর, ২০১৯।