আজ চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের আজ অভিষেক অনুষ্ঠান। একই সাথে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. দীপু মনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানে চাঁদপুরের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধিত অতিথি এই তিনজন হচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি চাঁদপুরের কৃতী সন্তান সাইফুল আলম, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার সিআইপি। এছাড়া মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হবে মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরে বীর শহীদ জাবেদ উল্যাহ’র পরিবারকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর।
আজকের অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থল চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ ও প্রেসক্লাব ভবনকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ফাগুনের আবাহনে এবং ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় প্রকৃতি যেমন অপরূপ সাজে সেজেছে, ঠিক তেমনি চাঁদপুর প্রেসক্লাব অঙ্গনও নান্দনিকতার ছোঁয়ায় সুসজ্জিত। চাঁদপুরের সব পর্যায়ের সাংবাদিকের পদচারণায় মুখরিত থাকবে আজ প্রেসক্লাব অঙ্গন।