এমবিবিএস ১ম বর্ষের
মানিক দাস
জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি চাঁদপুরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ এখন প্রক্রিয়াধীন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সার্বিক সহযোগিতায় চাঁদপুর শহরতলীর ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়ার নদীর কোল ঘেষে ৩১ একর সম্পত্তির উপর চাঁদপুর মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। ১৯ একর সম্পত্তি খাস হলেও আরও ১২ একর সম্পত্তি একোয়ার করে আনা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর মেডিকেল কলেজের ১ম বর্ষে ভর্তিকৃত এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ১ম বর্ষের কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরিচিতি সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিশ্রুতি পূরণের আন্তরিক পদক্ষেপ ও আধুনিক বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবদানে বাস্তবায়িত হচ্ছে চাঁদপুর জেলাবাসীর স্বপ্নের চাঁদপুর মেডিকেল কলেজ।
১ম বর্ষের পাঠদান কার্যক্রমে সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এই অগ্রযাত্রার মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল সালেহ উদ্দিন জানান, ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এমবিবিএস কোর্স চালু হচ্ছে। শহরতলীর অদূরে চাঁদপুর মেডিকেল কলেজ ভবন নির্মাণ কাজ না হওয়া পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের পূর্ব পার্শ্বের ভবনের ৪র্থ তলার এই শিক্ষা কার্যক্রম চালানো হবে। আমরা চাই যেসব নতুন শিক্ষার্থীরা মেডিকেলে পড়ার জন্য আগ্রহ পোষন করে চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তি হবে তাদেরকেই আমরা দেশ গড়ার নাগরিক হিসেবে গড়ে তুলব। পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জামান সালেহ উদ্দিন।