প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। ১৯৮০ সালের ২১ জানুয়ারি বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ওহাবীবাদ ও মওদুদীবাদসহ ইসলাম বিকৃতিকারী সব বাতিল মতবাদের আগ্রাসন থেকে মুসলিম উম্মাহকে রক্ষাকল্পে সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের শীর্ষ ক’জন পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম সেদিন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যার সফলতার সিঁড়ি বেয়ে দশ বছরের মাথায় ১৯৯০ সালের ২১ ডিসেম্বর ‘বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’ নামে এদেশে সুন্নী মুসলমানদের একমাত্র পূর্ণাঙ্গ রাজনৈতিক প্লাটফরম তৈরি হয়।
ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দই পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামে রাজনৈতিক দলটি গঠন করেন। যে সংগঠনটির প্রতীক হচ্ছে ‘মোমবাতি’। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোর মধ্যে অন্যতম রাজনৈতিক দল এটি।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার এই ৩৮ বছরের ইতিহাসে বাতিল পন্থীদের হাতে প্রাণ দিয়েছেন শহীদ হালিম, লিয়াকত, রফিক, জিতু ও মঈনুদ্দিন। সর্বশেষ সুন্নী মতাদর্শ প্রতিষ্ঠার জন্যে ২০১৪ সালের ২৭ আগস্ট শহীদ হন আল্লামা নূরুল ইসলাম ফারুকী। যাঁকে চ্যানেল আই’র ‘কাফেলা’ অনুষ্ঠানের ফারুকী হুজুর নামে বিশ্ববাসী চিনে। বিশ্ববরেণ্য এই ইসলামী দার্শনিককে সেদিন জঙ্গিবাদী-ওহাবী-সালাফী-মওদুদীবাদীরা নিজ বাসায় হাত-পা বেঁধে জবাই করে নির্মমভাবে হত্যা করে। মাও. ফারুকী সেদিন শাহাদাতের পেয়ালা পান করে এ দেশে সুন্নীয়তের রাজনৈতিক ময়দানকে উর্বর করে গেছেন।
এই শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে শহরে বর্ণাঢ্য র্যা লি বের হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ মাঈনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আনম মাসউদ হোসাইন আল-ক্বাদেরী।
প্রধান বক্তা হিসেবে ইসলামী ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মাও. এএইচএম আহসান উল্লাহ উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।
- Home
- প্রথম পাতা
- আজ ছাত্রসেনার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী