আজ জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু : চাঁদপুরে ৭৩টি কেন্দ্রে ৪৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে

এস এম সোহেল :
আজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ও জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। এতে চাঁদপুর জেলার ৭৩টি কেন্দ্রে মোট ৪৮ হাজার ৫শ’ ১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। সকাল ১০টায় এক ও অভিন্ন সময়সূচিতে চাঁদপুর জেলার ৮ উপজেলায় এ পরীক্ষা শুরু হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগের সূত্র মতে, এবারের জেএসসি পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৫শ’ ১৩জন।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বেশ ক’টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেডেসি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৪৯টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১শ’ ৭১ জন। জেডিসিতে পরীক্ষার কেন্দ্র সংখ্যা ২৪টি এবং পরীক্ষার্থী ৯ হাজার ৩শ’ ৪২ জন।
প্রাপ্ত তথ্যমতে, জেএসসি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৪৯টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১শ’ ৭১ জন। চাঁদপুর সদরের জেএসসি পরীক্ষার ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২শ’ ১ জন। ফরিদগঞ্জে জেএসসি পরীক্ষার ১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭শ’ ৩২ জন। হাজীগঞ্জের জেএসসির ৭টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ’ ৯২ জন। শাহ্রাস্তির ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭শ’ ৬৭ জন। কচুয়ার ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩শ’ ৯৭জন। মতলব দক্ষিণ উপজেলার জেএসসির ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮শ’ ২৮ জন। মতলব উত্তর উপজেলার জেএসসির ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭০ জন। হাইমচরের ১টি মাত্র কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৮৪ জন।
জেডিসিতে পরীক্ষার কেন্দ্র সংখ্যা ২৪টি এবং পরীক্ষার্থী ৯ হাজার ৩শ’ ৪২ জন। চাঁদপুর সদরের ৩টি জেডিসির পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ’ ৯০ জন। ফরিদগঞ্জ উপজেলার জেডিসির ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২শ’ ৪৫ জন। হাজীগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২শ’ ২৬ জন। শাহ্রাস্তি উপজেলার ২টি কেন্দ্রের জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৮শ’ ৩১ জন। কচুয়ার উপজেলার ৫টি কেন্দ্রের জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮শ’ ৮৩ জন। মতলব দক্ষিণ উপজেলার ৩টি কেন্দ্রে জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ ৮১ জন। মতলব উত্তরের ২টি জেডিসি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪শ’ ৮১ জন। হাইমচরে উপজেলায় ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শ’ ১০ জন।