আজ ডা. দীপু মনি চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চাঁদপুরের উদ্দেশে সড়কপথে ঢাকা ত্যাগ করবেন।
সকাল ১০টায় মিশন রোডস্থ বাসভবনে চাঁদপুর পৌর, সদর, হাইমচর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় ১২৫নং সরকারি কেজি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। দুপুর সাড়ে ১২টায় পশ্চিম বিষ্ণুদি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় ভবনের উদ্বোধন করবেন। বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।