আজ ডা. দীপু মনি চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি আজ শুক্রবার চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল সাড়ে ৬টায় চাঁদপুরের উদ্দেশে সড়কপথে ঢাকা ত্যাগ করবেন।
ডা. দীপু মনি এমপি সকাল ১০টায় চাঁদপুর-ভাটিয়ালপুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং দুপুর সাড়ে ১২টায় হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতাল উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ডা. দীপু মনি এমপি ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।