হাজীগঞ্জ ব্যুরো
আজ মঙ্গলবার হাজীগঞ্জ পৌরসভাধীন ইমামে রাব্বানী দরবার শরীফে আল্লামা আবু নছর সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রা.) ৩১ তম পবিত্র ওরসে ইমামে রাব্বানী ও হিজবুর রাসূল (সা.) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওরস ও মহাসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পীরে কামেল আলহাজ আল্লামা সাইয়্যেদ জাহান শাহ্।
মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আলহাজ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী। প্রতি বছরের মতো এবারো দেশের বিভিন্ন স্থান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এ ওরসে রাব্বানি ও হিজবুর রাসূল (সা.) মহা-সমাবেশে উপস্থিত হবেন।
এ বিষয়ে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর ও আল্লামা আবু নছর সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রা.) মেজো ছেলে আলহাজ সাইয়্যেদ জাহান শাহ্ বলেন, ওরস ও মহাসমাবেশের সব প্রস্তুতি এবং দাওয়াতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সমাবেশে দেশ-বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশ নিবেন।
তিনি বলেন, আমার পিতা আল্লামা সৈয়দ আবু নসর মোহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রা.), আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী নামে পরিচিত ছিলেন। তিনি একজন বিশিষ্ট মুসলিম মনীষী, সুফি এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক ছিলেন।
ধর্মপ্রাণ মুসলমানদের ওরস ও মহাসমাবেশের আমন্ত্রণ জানিয়ে আলহাজ সাইয়্যেদ জাহান শাহ্ বলেন, আমার পিতা ৪০তম আওলাদে রাসূল (সা.) ও নবম আল মোজাদ্দেদে আল-ফেসানির বংশধর ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে সুন্নীয়তের প্রাতিষ্ঠানিক রুপকার ছিলেন।
০৮ অক্টোবর, ২০১৯।