আজ প্রধানমন্ত্রী হাজীগঞ্জ-শাহরাস্তিকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করবেন

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভাবনীয় সাফল্য

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আজ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে ১০৬টি উপজেলার সাথে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসাবে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে সংযুক্ত থাকবেন জেলা প্রশাসন এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ্সহ সকল সরকারি কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ ও ২ এর সব কর্মকর্তা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শতভাগ বিদ্যুতায়িত উপজেলা উদ্বোধন উপলক্ষে ব্যাপক আয়োজন করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজীসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন ও শাহরাস্তি কালীবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাড়ে ৬টায় বিদ্যুতায়নে সাফল্যের উপর ভিডিও ক্লিপ, থিম সং এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শন করা হবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় আতশবাজি করা হবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভাবনীয় সাফল্যের বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীসহ সব সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন।
অপরদিকে শাহরাস্তিতে উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ্ মারুফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরানসহ সব সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন।
দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ্ জানান, ২০০৯ সালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, জন্মলগ্ন থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের অর্জন ছিলো শতকরা ২৯ ভাগ, এখন ৯৯ ভাগ। অর্থাৎ চলতি বছরসহ গত ১০ বছরে আমাদের অর্জন বেড়েছে শতকরা ৭০ ভাগ। যার ফলে আমরা হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত এলাকা করতে পেরেছি।
তিনি জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জন্মলগ্ন থেকে ২০০৮ সাল পর্যন্ত ৯০,৩০৫ বিদ্যুতের গ্রাহক ছিলেন। বতর্মানে গ্রাহক সংখ্যা ২,৮০,৮১০ জন। অর্থাৎ চলতি বছরসহ গত ১০ বছরে বিদ্যুতের গ্রাহক বেড়েছে ১,৯০,৫০৫ জন। জন্মলগ্ন থেকে বিদ্যুৎ বিতরণের লাইন ছিলো ২,০৪৪ কিলোমিটার। বতর্মানে ৩,৪৯৬ কিলোমিটার রয়েছে। অর্থাৎ চলতি বছরসহ গত ১০ বছরে বিদ্যুৎ বিতরণের লাইন বেড়েছে ১,৪৫২ কিলোমিটার। বিদ্যুৎ উপকেন্দ্র ছিলো ৩টি, এখন ৬টি।
জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ্ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ স্থানীয় সব জনপ্রতিনিধি, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমিতির গ্রাহক ও এলাকার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানান।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ভবিষ্যতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।