
এস এম সোহেল :
ঈমান ও আমল সম্পর্কে আখিরাতকে সামনে রেখে মানুষ দুনিয়া-আখিরাতে কীভাবে সফলকাম হতে পারে এ নিয়ে আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে চাঁদপুরে তাবলীগ জামাতের ইজতিমা। বিশ্ব ইজতিমার তত্ত্বাবধানে এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে জেলা পর্যায়ে তাবলীগ জামাতের ইজতিমা।
আজ বৃহস্পতিবার শুরু হয়ে তিন দিনব্যাপী চাঁদপুর শহরের পুরাণবাজার জাফরাবাদ মেঘনা নদীর পাড়ে অনুষ্ঠিত হবে এ ইজতিমা। এখানে ৪/৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আয়োজকরা আশাবাদী। ইজতিমার পুরো জিম্মাদারের দায়িত্বে রয়েছেন মাও. মো. আবদুল রশিদ তালুকদার। মাঠের জিম্মাদারের দায়িত্বে রয়েছেন মো. আরিফ উল্লাহ হাজি ও মাঠে তাৎক্ষণিক সমস্যা সমাধানের দায়িত্বে রয়েছেন মাও. হাফেজ মুফতি মো. সিরাজুল ইসলাম।
গতকাল বুধবার ইজতিমা মাঠ ঘুরে জানা যায়, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে মশার ঔষধ দেয়া হয়েছে। ওজু ও গোসলের স্থান এবং টয়লেটগুলোর আশপাশে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। টয়লেটগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত হারপিক রাখা হয়েছে। এদিকে ইজতিমার আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে ইজতিমা মাঠ নির্দেশিকা (ম্যাপ)।
ইজতিমায় আগত মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তাবলিগের নিজস্ব সহ¯্রাধিক সাথীদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকছেন র্যাব, পুলিশ, ডিবি ও ডিএসবি’র ৫ শতাধিক সদস্য ইজতিমা মাঠে নিয়জিত থাকবে। এছাড়াও অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে দু’টি মেডিকেল ক্যাম্প, দু’টি ফায়ার সার্ভিস ক্যাম্প, গাড়ি পার্কিংয়ের স্থান, একটি পুলিশ বক্স, ৪টি পর্যবেক্ষণ কেন্দ্র, জেলা পরিষদের অর্থায়নে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব পাহারাদারি ক্যাম্প স্থপন করা হয়েছে। পুলিশ এছাড়া মুসল্লিদের মাঠে প্রবেশের জন্য প্রধান তিনটি রাস্তা নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো এমদাদিয়া মাদ্রাসা রোড, পশ্চিম জাফরাবাদ বাইতুল হাম্দ মসজিদ রোড ও দোকানঘর সড়কের এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন উত্তর পাশ। জেলার ৮ উপজেলার ৮৯টি ইউনিয়ন থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে বিশ্ব ইজতিমার মতো প্যান্ডেলের ভেতরে আলাদা আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।
তাবলীগ জামাতের স্থানীয় মুরব্বিরা জানান, তাবলীগ জামাতের চাঁদপুর মারকাসের মুরব্বিদের তত্ত্বাবধানে ফজর থেকে বয়ান শুরু হবে। বাদজোহর থেকে বাকি তিন দিন কাকরাইল মারকাসের তত্ত্বাবধানে ইজতিমার কার্যক্রম চলবে। আগামি শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতিমা শেষ হবে। এ আয়োজনের উদ্দেশ্য হলো সমগ্র বিশ্বের মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে যেনো সবাই চিনে-জানে। ঈমান আমল নিয়ে যেনো মানুষ কবরবাসী হয়ে জান্নাত লাভ করতে পারে।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণবাজার এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন মেঘনা নদীর পাড় ঘেঁষে স্থানীয়দের বিশাল জমিতে ইজতিমার বিশাল প্যান্ডেল তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিদিন গড়ে ৪/৫শ’ লোক স্বেচ্ছাশ্রম দিয়ে প্যান্ডেলসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ কাজে সহয়োগিতা করেছেন। আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্যে আলাদা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এছাড়া মুসল্লিদের গোসল, ওযুর ব্যবস্থা এবং ৮শ’ টয়লেট নির্মাণ করা হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতিমার আওতায় এ বছর দেশের ৩২টি জেলায় আলাদাভাবে জেলাভিত্তিক ইজতিমার আয়োজন করা হয়েছে।
চাঁদপুরে প্রথমবারের মতো বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আল্লাহ ও রাসূলের পথে বলিয়ান হবার উদ্দীপনা আরো বেগবান হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ইজতিমার প্যান্ডেলস্থান এক নজর দেখার জন্যে নদীর পাড়ে সমবেত হচ্ছেন। চাঁদপুরে প্রথমবারের মতো বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আল্লাহ ও রাসূলের পথে বলীয়ান হবার উদ্দীপনা আরো বেগবান হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ইজতিমার প্যান্ডেলস্থান এক নজর দেখার জন্যে নদীর পাড়ে সমবেত হচ্ছেন।
চাঁদপুরে জেলা পর্যায়ে বিশ্ব ইজতিমা আয়োজনে পুরাণবাজার এমদাদীয়া মাদ্রাসা সংলগ্ন মেঘনা নদীবেষ্টিত জাফরাবাদ এলাকার বিশাল এ জায়গাটি নির্ধারণ করা হয়। এলাকার মানুষ মুরুব্বিদের অনুরোধে ইজতিমার জন্যে তাদের জায়গা-জমি ব্যবহারের জন্যে ছেড়ে দিয়েছেন। ইজতিমা ঘিরে আশপাশের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য ছোটবড় খাবার দোকান।
ইজতিমার প্রথম দিন আজ বৃহস্পতিবার ফজর নামাজ আদায় শেষে বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ইজতিমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতিমার কার্যক্রম শেষ হবে।