আজ ফরিদগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সভা

প্রধান অতিথি মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা সদরে আজ রোববার বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান উপস্থিত থাকবেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি বিশাল মিলন মেলা হবে। কয়েক সহস্রাধিক লোকের উপস্থিতিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই অনুষ্ঠানকে সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে র‌্যালি শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।