স্টাফ রিপোর্টার
আজ বুধবার জেলা শীল সমিতির আয়োজনে বার্ষিক বিশ্বকর্মা পূজা চাঁদপুর কালী বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হবে।
জেলা শীল সমিতির সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এ বছরও জেলা শীল সমিতির উদ্যোগে কালী বাড়িমন্দিরে বিশ্বকর্মা পূজা আয়োজন করা হয়েছে। সমিতির প্রায় দেড় শতাধিক সদস্যের অংশগ্রহণে এ পূজার আয়োজন করা হচ্ছে। বিশ্বকর্মা পূজা উদ্যাপনের লক্ষ্যে একটি উদ্যাপন কমিটি করা হয়েছে। বিশ্বকর্মা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রহল্লাদ চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক সমর চন্দ্র সরকারের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় পূজা উপলক্ষে ঘট ভরা, সকাল ১১টায় বিশ্বকর্মা পূজা আরম্ভ, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলী প্রদান, দুপুর আড়াইটায় প্রসাদ বিতরণ ও রাত ৮টায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী বিশ্বকর্মা পূজায় সমিতির সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার অনুরোধ করেছেন সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র শীল।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।