আজ মতলব আসছেন নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর সাড়ে ১২টায় মতলব বাজারস্থ জগন্নাথ দেব মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ঐ দিন বিকাল ৩টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
কাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় এবং দুপুরে নিজ গ্রামের মসজিদে জুম্মা নামাজ আদায় করবেন। বিকাল ৪ টায় গজরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।

৪ জুলাই, ২০১৯।