আজ মুক্তিযুদ্ধের বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি :

‘এসো মিলি মুক্তির মোহনায়’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে চাঁদপুরবাসীর প্রাণের উৎসব ২৬তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৫টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে মেলার উপদেষ্টা পরিষদ, স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সদস্য, সব উপ-পরিষদের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিব ও সমন্বয়কারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, উদযাপন পরিষদের চেয়ারম্যান মহসীন পাঠান ও মহাসচিব হারুন আল রশীদ।