আজ শাহরাস্তির মুক্তিযোদ্ধা আজিজ মেম্বারের ২৩তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
শাহরাস্তির মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। এ উপলক্ষে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
জানা যায়, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর লাকসাম রেল স্টেশন সংলগ্ন মুখোমুখি যুদ্ধে পাকহানাদার বাহিনীর গুলির আঘাতে আব্দুল আজিজ আহত হন। ১৯৭২ সালের জুলাই মাসের ২২ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত সনদ ও চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার টাকা গ্রহণ করেন আবদুল আজিজ। তিনি ১৯৯৭ সালের ১০ অক্টোবর বাদ মাগরিব তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে মরহুমের বড় ছেলে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ শাহরাস্তি উপজেলা কমান্ডের আহ্বায়ক, মানবকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সুদমুক্ত কৃষিঋণ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার আ. ওয়াদুদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
১০ অক্টোবর, ২০২০।