আজ শিক্ষাবিদ দেলোয়ার হোসেন চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
আজ ১২ নভেম্বর সাবেক মহকুমা শিক্ষা অফিসার মরহুম দেলোয়ার হোসেন চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে নাজিরপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শুক্রবার বাদজুমা চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে সব ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম ইকরাম চৌধুরী, দৈনিক দিনকালের চাঁদপুর জেলা প্রতিনিধি মুনির চৌধুরী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর বাবা।
মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী ষোলঘর আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
১২ নভেম্বর, ২০২০।