চাঁদপুরে প্রদর্শন হবে বাংলাদেশে নির্মিত প্রথম যুদ্ধ জাহাজ অতন্দ্র
স্টাফ রিপোর্টার
আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে চাঁদপুর পুরাতন লঞ্চ টার্মিনালে জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ অতন্দ্র। এটি বাংলাদেশে নির্মিত প্রথম সর্বক্ষণ যুদ্ধ জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছেন যুদ্ধ জাহাজ অতন্দ্র’র ক্যাপ্টেন এজাজ।
তিনি জানান, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশর নৌবাহিনীর বিএনএস অতন্দ্র নামের জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
তিন আরো জানান, মূলত এটি একটি যুদ্ধ জাহাজ। এ জাহাজটি গণচীনের সহযোগিতায় নির্মিত বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজ। এটি খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। জাহাজটি ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে অন্তভুক্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সশস্ত্র দিবসে প্রদর্শনের জন্য বর্ণিল সাজে সাজানো জাহাজটির দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার প্রস্ত ৭ দশমিক ৫০ মিটার। এ জাহাজটির গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল। এ জাহাজে ২টি ৩৭ মিমি মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান, ২ টি ২০ মিমি বিমান বিধ্বংসী কামান রয়েছে। এ জাহাজে ৫০ জন নাবিক এবং ৫ জন অফিসার রয়েছেন। সাব মিশাইল গান, এন্টি এয়ারক্রাপ্ট গানসহ বেশ কিছু অস্ত্র এতে রয়েছে।
এদিকে গতবছরও সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে যুদ্ধ জাহাজটি প্রদর্শন করা হয়। ওই সময়ে জাহাজটি দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করে।
- Home
- প্রথম পাতা
- আজ সশস্ত্র বাহিনী দিবস
Post navigation

