হাজীগঞ্জ ব্যুরো
আজ সোমবার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম।
নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী জহির আহমেদ জহির, ডালিম প্রতীকে কাজী দুলাল, উট পাখি প্রতীকে মুরাদ হোসেন মিরন কাজী, পাঞ্জাবী প্রতীকে মো. হানিফ ভূঁইয়া ও ব্রিজ প্রতীকে মো. জাহাঙ্গীর হোসেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শ্রঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করবেন।
২৯ জুলাই, ২০১৯।