
স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলার ধেররায় চলন্ত ট্রেন সাগরিকা এক্সপ্রেস থেকে পড়ে নাম না জানা ২০ বছর বয়সী যুবকের মৃত্যুর ২৪ ঘণ্টা পর কোন পরিচয় না পাওয়ায় তাকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে অজ্ঞাত যুবকের লাশটি ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে বলে চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান। এ ব্যাপারে রেলওয়ে থানার পক্ষ থেকে ব্যাপক প্রচার করার পরও কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার রাতে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) পুলিশ ধেররা গ্রামের রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ধেররা এলাকার রেলপথের ব্রিজ নং সি-৩৫এর পশ্চিম পাশে রেলকিলোমিটার ১৬০/৯-১৬০/০ এর মধ্যবর্তী স্থানে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় বিষয়টি জানায়। পরে থানা থেকে রেলওয়ে পুলিশকে জানানো হয়।
রেলওয়ে পুলিশ জানান, স্থানীয় এলাকাবাসী পুলিশকে জানিয়েছে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে সাগরিকা ট্রেন যাওয়ার সময় এ যুবক ট্রেন থেকে পড়ে যায়। ওই যুবকের গায়ে টি-শার্ট (কালো গেঞ্জি) ও পরনে জিন্সের প্যান্ট ছিলো।
পরে চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠান। এখন পর্যন্ত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।