নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত কামরুল হাসান রতনের ভাই বাদী হয়ে বুধবার (২০ এপ্রিল) শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে এই মামলা (নং-২৯, তাং-২০/০৪/২০২২ইং) দায়ের করেন।
অপরদিকে, পুলিশের হাতে আটক শাহাদাত হোসেন বুধবার সন্ধ্যায় চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইনের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরিটি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত কামরুল হাসান রতনের ভাই আরমান হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আটক শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে আরো ৪/৫জন জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, মামালার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই বরকত উল্লাহ পাটওয়ারী আটক শাহাদাত হোসেনকে বুধবার সন্ধ্যায় চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইনের আদালতে হাজির করলে শাহাদাত হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। এছাড়া, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরিটি উদ্ধার করেছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিঘদাইর গ্রামে মঙ্গলবার বিকালে আপন দুলাভাই শাহাদাত হোসেন শ্যালক কামরুল হাসান রতনকে ছুরিকাঘাত করে। এসময় রতনকে বাঁচাতে তার খালু জসিম উদ্দিন এগিয়ে আসলে শাহাদাত তাকেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দ্রæত রতন ও জসিমকে উদ্ধার করে পার্শ^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রতনের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে শাহাদাতকে আটকের জন্য ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘাতক শাহাদাতকে তার বাড়ির এলাকা থেকে আটক করে পুলিশ।
২১ এপ্রিল, ২০২২।