আদালত বন্ধের সুযোগে হাজীগঞ্জের চেঙ্গাতলী উত্তর বাজারে ১৪৫ ধারা ভঙ করে মার্কেট নির্মাণের চেষ্টা

ডিসেম্বর মাসে আদালত বন্ধের সুযোগ হাজীগঞ্জের চেঙ্গাতলী উত্তর বাজারে নালিশী ভূমিতে বিবাদী পক্ষের চলামান কাজ (যা আদালতের নির্দেশে বন্ধ করে দিয়েছে পুলিশ)। -ইল্শেপাড়

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
ডিসেম্বর মাসে আদালত বন্ধের সুযোগ কাজে লাগিয়ে চলমান মামলা থাকা স্বত্ত্বেও নালিশী সম্পত্তিতে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার চেঙ্গাতলী উত্তর বাজারে। আদালতের আদেশ ১৪৫ ধারায় স্থিতিবস্থা ভঙ করে বিবাদী পক্ষ ভবন নির্মাণের জন্য মাটি কাটা (বেস কাটা), রড বাঁধাসহ নির্মাণ সামগ্রী জড়ো করেছেন বলে অভিযোগ করেন মামলার বাদী নাজনীন জাহান নামের এক নারী।
মামলার বাদী মতলব দক্ষিণ উপজেলার চিরাইউ গ্রামের ইব্রাহিম তালুকদারের স্ত্রী নাজনীন জাহান জানান, চেঙ্গাতলী উত্তর বাজারের ১৬৭নং নাসিরকোট মোৗজার ৩৬৩৯ দাগে ও ৩৬৪০ দাগে মোট সম্পত্তির পরিমান .০৮ একর ভূমি মালিক ও দখলদার তিনি। এই সম্পত্তি বে-দখলের উদ্দেশ্যে মার্কেট নির্মাণের জন্য, বেস তৈরির জন্য মাটি কাটা এবং নির্মাণ সামগ্রী জড়ো করেন একই গ্রামের মৃত আব্দুল কাদের তালুকদারের ছেলে মো. ইলিয়াস তালুকদার ও আবদুল হাই তালুকদার। তিনি প্রতিকার চেয়ে গত ২ নভেম্বর চাঁদপুরের সহকারী জজ আদালতে (হাজীগঞ্জ) মামলা (নং ১০৮/২০১৭ইং) করেন।
নাজনীন জাহান আরো জানান, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকার সুবাদে বিবাদী পক্ষ গত কয়েকদিন ধরে মার্কেট নির্মাণে স্থায়ী ভবনের কাজ শুরু করে। আমি বাধা দিলে তারা আমাকে হুমকি-ধমকি দেন। আমি নিরুপায় হয়ে আদালতের শরনাপন্ন হয়। আদালত ১৪৫ ধারায় স্থিতিবস্থা জারি করে। গত ৫ ডিসেম্বর যার অনুলিপি (স্বারক নং-১৮৮৯) হাজীগঞ্জ থানায় পাঠানো হয় এবং ৬ ডিসেম্বর পুলিশ বিবাদী পক্ষের কাজ বন্ধ করে দেয়।
হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো মাঈনুদ্দিন জানান, আদালতের আদেশ অনুযায়ী গত বুধবার (৬ ডিসেম্বর) নালিশী সম্পত্তিতে বিবাদী পক্ষের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি এবং পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত নালিশী ভূমিতে স্থিতাবস্থাসহ শান্তি-শৃংঙ্খলা বজায় রাখার জন্য বাদী/ বিবাদী পক্ষকে নিদের্শনা দেয়া হয়েছে।