প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে
…….মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান
শাহ্ আলম খান
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল¬াহ আল মাহমুদ জামান বলেছেন, প্রবাসীদের নিয়ে আমরা গর্ববোধ করি। কারণ, প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ অনেকদূর এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে আমরা অনেকেই ভেবেছিলাম যেন রেমিটেন্সের ঘাটতি হবে, কিন্তু আল-াহ্’র রহমতে সেটা হয়নি। করোনাকালীন সময়েও প্রবাসীরা ভালো রেমিটেন্স পাঠিয়েছেন। চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদ জামান অভিবাসীদের উদ্দেশ্য করে বলেন, দক্ষ হয়ে বিদেশ যাওয়া অনেক জরুরি। দক্ষ হতে সরকারিভাবে অনেক প্রশিক্ষণ দেয়া হয়। আমরা চাই সবাই দক্ষ হয়ে বিদেশে যাক। আমরা চাই না অদক্ষ হয়ে বিদেশ গিয়ে অন্যের বাসায় গিয়ে কাজ করুক। বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট বা ক্লিয়ারেন্সের জন্যে দালালদের খপ্পরে না পরে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইবেন। তারা আপনাদের সবরকম সমস্যা দূর করবে।
চাঁদপুুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৯জন অভিবাসীকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- এশিয়া ক্যাটাগরীতে মো. শাহজালাল, রুনা বেগম ও আবুল হোসাইন। ইউরোপ, আফ্রিকা ক্যাটাগরীতে মুমু সাহা, মকবুল হোসেন ও শারমিন। আমেরিকা ও অন্যান্য ক্যাটাগরীতে জালাল উদ্দিন পাটওয়ারী, তানিয়া আক্তার ও সালাউদ্দিন ফয়সাল। ৩ ক্যাটাগরী অভিবাসীরা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার রেমিট্যান্স পাঠায়।
এসময় এইচএসসি শিক্ষার্থী তানজিল হোসেন তামান্না ও সাইমা রহমান সোহাগীকে ৩৪ হাজার টাকা, জেএসসি শিক্ষার্থী মিরাজ হোসেন ও খান মোহাম্মদ রিয়াদকে ২০ হাজার ৫শ’, পিইসি শিক্ষার্থী নুসরাত জাহান ও সাকিবকে ১৪ হাজার বৃত্তির চেক প্রদান করা হয়।
এছাড়া অভিবাসীদের সন্তানদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- নওয়াজ শরীফ, মিফতাহুল জান্নাত ও পৃথিরাজ পাল। রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মো. তৌফিক ইমরোজ, মো. তামজিদুজ্জামান ও মিতু আক্তার।
২২ ডিসেম্বর, ২০২০।