আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি ও সভা


যে সেবা দিতে পারে, তার প্রতি সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে
—————— জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আন্তর্জাতিক পাবলিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হলো সেবা প্রদান, উদ্ভাবনী পরিবর্তন ও জবাবদিহীতামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ অর্জন করা। আমরা যে কেউ পাবলিক সার্ভিস দিতে পারি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে জনপ্রতিনিধিরা পর্যন্ত। যে সেবা দিতে পারে, তার প্রতি সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। পাবলিক সার্ভিস দিবসে আমরা আজকে চাঁদপুরে অসহায় ১৯ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করছি। আর এই চেকের অর্থ বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। এই সরকার মানুষকে ব্যাপকহারে দিচ্ছে। তিনিও পাবলিক সার্ভিস করে যাচ্ছেন। তেমনি আমরা যারা সরকারের কর্মচারী আমাদেরও পাবলিক সার্ভিস দিতে হবে।
তিনি আরো বলেন, যখন আমি যশোরে চাকরি করেছি তখন আমি অনেক অসহায়দের বাড়িতে গিয়েও সরকারের এ ধরনের চেক দিয়েছি। এটাই হলো পাবলিক সার্ভিস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ সচিব মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ।